কলকাতায় এখনি ঢুকছেনা বর্ষারানী। বর্তমানে বাংলাদেশের খুলনা, রাজশাহী পর্যন্ত বিস্তৃত বর্ষা। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, June 14, 2023

কলকাতায় এখনি ঢুকছেনা বর্ষারানী। বর্তমানে বাংলাদেশের খুলনা, রাজশাহী পর্যন্ত বিস্তৃত বর্ষা।

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের খুলনা রাজশাহী পর্যন্ত ঢুকে গেছে বর্ষা অন্যদিকে কলকাতা হাওড়া জ্বলছে তীব্র ঘর্মাক্ত ও জ্বালাময় ভ্যাপসা গরমে। তীব্র গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের তবুও বর্ষা যেন আসছে না। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি সাময়িক ভাবে গরম থেকে মুক্তি দিলেও পাকাপাকি ভাবে মুক্তির পথ যেন অধরা দক্ষিণবঙ্গের। এদিকে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল সহ পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩°সে এর আশপাশে। অন্যদিকে খড়্গপুরে আজ ৪১.০°সে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কলকাতাও কম যায়না কলকাতার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৯°সে অর্থাৎ ৪০°সে। তীব্র তাপপ্রবাহে জ্বলে যাচ্ছে দক্ষিণবঙ্গ। অন্যদিকে শান্তির বারিধারায় অবিরত ভিজে চলছে উত্তরবঙ্গ। একের পর এক বৃষ্টিবাহী মেঘ ভিজিয়ে দিচ্ছে উত্তরবঙ্গকে। আপাতত এরকম পরিস্থিতি ৪৮-৭২ ঘন্টায় অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে  তাপপ্রবাহ, ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে। তবে রয়েছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি হতে পারে। আপাতত এই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গকে। জুনের তৃতীয় সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
১৪ই জুন ২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......