১৫ই জুন ২০২৩
নিজস্ব সংবাদদাতা: এত গরম পড়েছে যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। কোথাও ভয়াবহ লু বাতাস সহ তাপপ্রবাহ আবার কোথাও গরম ও আপেক্ষিক আর্দ্রতায় ভর করে তীব্র ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম। তবে আশার কথা হলো এত গরম দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে চলেছে ১৫ই জুন ২০২৩ দুপুর থেকে রাতের মধ্যে। তবে বৃষ্টির প্রকৃতি হবে বিক্ষিপ্ত ভাবে। বিস্তৃত ঝড়বৃষ্টির অপেক্ষা আরো বেশ কিছু সময় ধরে অপেক্ষা করতে হবে। বর্তমান উপগ্রহচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে হিমালয় পাদদেশীয় অঞ্চল, দিনাজপুর, রঙপুর, ময়মনসিংহ ও সিলেট হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা এবং উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা প্রবেশ করে গেছে মালদা পর্যন্ত। দক্ষিণবঙ্গে এখনো প্রবেশ করেনি বর্ষা। আসা করা যায় ১৯ থেকে ২১শে জুনের (+-১ দিন) মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে। তার আগে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গকে। আজকেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাই প্রবল বজ্রপাত থেকে সতর্কতা অবলম্বন করুন। ১৫ই জুন পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ৪০ থেকে ৪৫°সে এর মধ্যে। তাই দুপুর বেলার বাড়ির বাইরে বেরোবেন না। জুনের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে।
No comments:
Post a Comment