এত ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম পড়ার পিছনে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী দেবজিত মজুমদারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান আরবসাগরের ঘূর্ণিঝড় বিপর্যয় দীর্ঘদিন ধরে বর্ষাকে আটকে রেখেছিল আরবসাগরের উপর যার জন্য কেরালায় বর্ষা প্রবেশ যথেষ্ট বিলম্ব হয়েছে এর পাশাপাশি যতদিন ঘূর্ণিঝড় স্থলভাগ অতিক্রম করছিল না ততদিন পর্যন্ত বর্ষার আরবসাগরীয় শাখা বিস্তৃত হচ্ছিলনা ভারতের বেশিরভাগ অঞ্চলে। ১৫ই জুন ঘূর্ণিঝড় বিপর্যয় স্থলভাগ অতিক্রম করে ফেলেছে যারজন্য বর্ষার পথের কাঁটা দূর হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের উপর একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করার জন্য সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস সোজা উত্তরবঙ্গে ও বাংলাদেশে চলে যাচ্ছিল। ঝড়বৃষ্টি থেকে বঞ্চিত ছিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল। দক্ষিণবঙ্গের নীচের জেলাগুলোতে ভয়াবহ ধরনের ভ্যাপসা গরম ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যেই দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে যারজন্য আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। যে ঝড়বৃষ্টি এতদিন ধরে উত্তরবঙ্গ পাচ্ছিল এবার দক্ষিণবঙ্গে তা সিফ্ট করতে চলেছে। আগামী ৪৮-৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায় ভীষণ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত থেকে সতর্কতা অবলম্বন করুন।
১৬ই জুন ২০২৩ (রাত্রি)
No comments:
Post a Comment