১৮ই জুন ২০২৩.
নিজস্ব সংবাদদাতা: চলেছে কাউন্টডাউন এক দুই তিন চার একে একে বর্ষা প্রবেশের সব শর্ত পূরণ হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ১৭ই জুন ২০২৩ থেকেই কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া পাল্টাতে শুরু করেছে। ভীষণ ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম যা ছিল তা বেশ খানিকটা প্রশমিত হয়েছে সেই সঙ্গে বেড়েছে দক্ষিণ পশ্চিমা বাতাসের দাপট। আকাশে ঢুকেছে বড়ো বড়ো কিউমুলাস মেঘ। হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পুরোপুরি যেন প্রাক বর্ষাকালীন চরম পর্যায়ে পৌঁছে গেছে হাওড়া কলকাতা ও পার্শ্ববর্তী জেলাসমূহ। ৪৮ ঘন্টার মধ্যেই ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার উপরে পূবালী বাতাস শক্তিশালী হয়ে উঠবে সেই সঙ্গে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে। যারজন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যেই কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। তবে আবহাওয়ার পরিবর্তন হলেও প্রাকবর্ষাকালীন ভ্যাপসা গরম ও ঘর্মাক্ত অস্বস্তি অনুভব হবে। আর দেরি নয় বর্ষা প্রবেশ করতে চলেছে আর দুই থেকে তিন দিনের মধ্যেই আশা করা যায় ১৯ থেকে ২০শে জুন ২০২৩ এর মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে। আগামী ৪৮-৭২ ঘন্টায় কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুর চাপের তারতম্যের কারণে দমকা হাওয়া বয়ে যেতে পারে যা বেশ কিছুটা স্বস্তি নিয়ে আসবে কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। বর্ষা কবে আসবে এবিষয়ে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক প্রসূন ঘোষকে জিজ্ঞাসা করা হলে বলে ক্রমশ পরিস্থিতি অনুকূল হয়ে উঠছে কলকাতায় বর্ষা প্রবেশ করার। বেড়েছে বৃষ্টির পরিমাণ ও দক্ষিণ পশ্চিমা বাতাসের দাপট। হুড়মুড়িয়ে কমছে বায়ুর চাপ বাড়তে চলেছে উচ্চ বায়ুমণ্ডলের পূবালী বাতাসের দাপট আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment