আসছে ভারীবর্ষণ যুক্ত বৃষ্টিবলয়। প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 20, 2023

আসছে ভারীবর্ষণ যুক্ত বৃষ্টিবলয়। প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে

বৃষ্টিবলয় তোয়দ: তোয়দ শব্দের অর্থ হলো মেঘ। আসন্ন বৃষ্টিবলয়ে বেশিরভাগ সময় আকাশ ঘনকালো মেঘে ঢেকে থাকবে ও দফায় দফায় থেকে দীর্ঘসময় জুড়ে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃষ্টিপাতের বন্টনের তারতম্য থাকবে যেমন কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোনো কোনো সময় বিপজ্জনক বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তবে বেশিরভাগ সময় ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে।

কেন তৈরি হবে বৃষ্টিবলয় তোয়দ: বর্ষা প্রবেশের পর নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে নেমে আসায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। নিম্নচাপ অক্ষরেখা খুব শক্তিশালী হয়ে উঠার সম্ভাবনা থাকায় ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ বাতাসের সংযুক্তি হবে এবং বর্ষা অতি সক্রিয় হয়ে উঠবে। যার জন্য তৈরি হচ্ছে ভারী বর্ষণ বলয়।

দক্ষিণবঙ্গে প্রভাব: সমগ্র দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব পড়তে চলেছে প্রচুর পরিমাণে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, দমকা হাওয়া বয়ে যেতে পারে। পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম জেলায় ভারী জোরদার বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য যায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং কোচবিহার সহ সমগ্র উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সতর্কতা: ১) ভারী বৃষ্টির কারণে জলমগ্নতা তৈরি হতে পারে।২) পশ্চিমাঞ্চল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদীগুলোতে জলস্ফীতি ও বিক্ষিপ্ত ভাবে সামগ্রিক পশ্চিমবঙ্গে বন্যা বা বন্যাসদৃশ পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা রয়েছে। ৩) ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। ৪) প্রবল বজ্রবিদ্যুৎ এর কারণে জীবন ও সম্পদহানির সম্ভাবনা রয়েছে। ৫) ভারী বৃষ্টির কারণে দুর্বল ঘরবাড়িতে ধস নামতে পারে।

ধন্যবাদান্তে: ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল।

তারিখ: ২০শে জুন ২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......