২৬শে জুন ২০২৩
নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলো কমবেশি ভালোই বৃষ্টি পেয়েছে হাওড়া ২৪ পরগণা কলকাতা মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়েছে গত ২৪-৩৬ ঘন্টায়। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা গেছে। সে তুলনায় সেভাবে এখনো বৃষ্টির নামগন্ধ নেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার সত্বেও বৃষ্টি পাচ্ছেনা। তবুও বর্ষা ঢোকার সময় ভারী বৃষ্টিতে ভেসেছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলা।তখন কিন্তু বৃষ্টি সেভাবে পায়নি ওই সমস্ত জেলা। পুরো বর্ষা ঢোকার পর থেকে বর্ষা যেন বেইমানি করে চলেছে পশ্চিমাঞ্চলের সঙ্গে। পূর্ব মেদিনীপুরের লাগোয়া হবার জন্য পশ্চিম মেদিনীপুর তাও কিছুটা বৃষ্টি পেয়ে সেফ সাইডে চলে এসেছে। বর্ষা এবারে পশ্চিমাঞ্চলের উপর দুভাবে প্রভাব রেখেছে। ১) বর্ষা স্বাভাবিকের চেয়ে দেরি করে প্রবেশ করেছে পশ্চিমাঞ্চলে। ২) উল্লেখযোগ্য সিস্টেমের অভাবে বর্ষা এসেও বৃষ্টি দিচ্ছে না যার জন্য কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন সমগ্র পশ্চিমাঞ্চলবাসীদের একটাই প্রশ্ন উল্লেখযোগ্য বৃষ্টি কবে থেকে শুরু হবে পশ্চিমাঞ্চলে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়েশ্চার ইনকারশনের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমাঞ্চলে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম অনুভব হতে পারে।
No comments:
Post a Comment