২৭শে জুন ২০২৩
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি তো কখনও মাঝারি থেকে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপ জলে তৈরি হবার আগেও কলকাতার যাদবপুর পেয়েছে বৃষ্টি, নিম্নচাপ জলে থাকার সময়েও পেয়েছে বৃষ্টি আবার নিম্নচাপ স্থলভাগ অতিক্রম করার পরেও ময়েশ্চার ইনকারশনের বেদম বৃষ্টি পেয়েছে কলকাতার যাদবপুর। কিন্তু এত বৃষ্টি যাদবপুর পাচ্ছে কেন?? প্রথমত ২৪ পরগণা লাগোয়া অঞ্চলে অবস্থিত হবার জন্য দক্ষিণ ২৪ পরগণা লাগোয়া অঞ্চলে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে একের পর এক বৃষ্টি পেয়ে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশ থেকে প্রবেশ করা মেঘের বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে যাদবপুরকে আবার নিম্নচাপ সৃষ্টি আগে যাদবপুরের উপর স্থানীয় ভাবে পরপর তিনদিন বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পেয়েছে। আগামী ২ দিন কলকাতার যাদবপুর ও তৎসংলগ্ন এলাকায় ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ৩০শে জুন থেকে বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যাদবপুর ও তৎসংলগ্ন এলাকায়।
No comments:
Post a Comment