পাহাড়ে যাওয়ার চিন্তা এখন বাদ। উত্তরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 27, 2023

পাহাড়ে যাওয়ার চিন্তা এখন বাদ। উত্তরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা: মৌসুমী অক্ষরেখা আবারো এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যারজন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে ফের পড়তে চলেছে উত্তরবঙ্গ ও সিকিম। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার কারণে মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্ত নেমে এসেছিল বঙ্গোপসাগরের উপর তার স্বাভাবিক অবস্থানে। নিম্নচাপ সরে যাওয়ার কারণে আর থাকবেনা নিম্নচাপ অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানে ৪৮-৭২ ঘন্টায় ক্রমশঃ উঠতে থাকবে উত্তরের দিকে যারজন্য ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ৭২-৯৬ ঘন্টায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার দার্জিলিং দিনাজপুর প্রভৃতি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, কলকাতা, ঢাকা হয়ে বাংলাদেশের সিলেট পর্যন্ত বিস্তৃত হয়েছে আগামী ৭২ ঘন্টার মধ্যে ফুটহিলস বা হিমালয় পাদদেশীয় অঞ্চলে চলে যাবে যার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৭ দিনে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভূমিধস, হড়পাবান ও ক্লাউডব্লাস্টের সম্ভাবনা রয়েছে। তাই পাহাড়ে এখন না যাওয়াই ভালো। এদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম বাড়বে আগামী ৭২ ঘন্টায়।
২৭শে জুন ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......