২৯শে জুন ২০২৩
নিজস্ব সংবাদদাতা: বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ফের জুলাই মাসের প্রথম ১০ দিনে প্রকট হবে জ্বালাময় ভ্যাপসা গুমোট গরম। এমনকি ভোটের সময় জ্বালাময় ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। কিরকম গরম পড়তে চলেছে জুলাই মাসের প্রথম সপ্তাহে তার একটা ধারণা দেওয়া যাক। মূলত প্যাচপ্যাচে ঘর্মাক্ত ভ্যাপসা গরম অনুভব হবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার জন্য এই গরমে খুব কষ্ট অনুভব হবে। ঘামে শরীর চ্যাপচ্যাপ ও জ্বালা জ্বালা করবে আকাশে মাঝে মাঝে মেঘ ঢুকে আরো বাড়িয়ে তুলবে গুমোট গরম। বৃষ্টি তবে হবে কিন্তু সবসময় সেই বৃষ্টি হবেনা তবে যখন বৃষ্টি হবে বিপজ্জনক বজ্রবিদ্যুৎ দেখা যাবে। যেখানে ঢালবে ভালোমতো ঢেলে দেবে পরে আবার গরম বেড়ে যাবে। ভোটের সময়েও বিক্ষিপ্ত ভাবে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাবে। তাই ভোট দিতে যাবার সময় বজ্রগর্ভ মেঘসঞ্চার হতে দেখলে অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। অর্থাৎ একদিকে চ্যাপচ্যাপে গরম অন্যদিকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুই ধরনের আবহাওয়া দেখা যাবে জুলাই মাসের প্রথম দশ দিনে। উল্লেখযোগ্য নিম্নচাপ তৈরি না হবার জন্য যে বৃষ্টি হবে তা মূলত নিম্নচাপ অক্ষরেখা দ্বারা হবে তাই পরিচলন মেঘ সুউচ্চ হবার জন্য প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকবে। ভোটের বিষয়ে যারা তদারকি করছেন তাদের বলা হচ্ছে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে বৃষ্টি হলে স্থানীয় ক্লাউডব্লাস্ট বা টরেনসিয়াল রেন থেকে ছোট অঞ্চল জলমগ্ন হয়ে পড়তে পারে তাই অবশ্যই জলনিকাশের সুষ্ঠু ব্যবস্থা তৈরি করে রাখতে হবে যাতে ভোট দিতে যাওয়ার সময় সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন না হতে হয়। বজ্রগর্ভ মেঘসঞ্চার হতে দেখলেই সাধারণ মানুষদের পাকা বাড়ির মধ্যে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। এর বাইরে ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হতে পারে। যখন রোদ উঠবে তখন খুব কষ্টকর গরম আরো বাড়তে পারে তাই যারা ইলেকশন পরিচালনা করবেন রোদের নীচে থাকবেন না এবং নিজেদের হাইড্রেন্ট রাখুন। বিক্ষিপ্ত ভাবে মুহুর্মুহু বজ্রপাত হতে পারে বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে তাই বজ্রপাতকে বিশেষ গুরুত্ব দিন।
No comments:
Post a Comment