২রা জুলাই ২০২৩
নিজস্ব সংবাদদাতা: হিমালয় পাদদেশীয় অঞ্চল দিয়ে বিস্তৃত হচ্ছে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা আর তাতেই উত্তরবঙ্গে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গজুড়ে বেড়েছে ভ্যাপসা গরম। ভ্যাপসা গরমে সেদ্ধ হচ্ছে দক্ষিণ ২৪ পরগণা জেলার মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চল। সেরকম বৃষ্টি হচ্ছে না আর হলেও টুকটাক বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ব্যাস তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলে কবে ভারী বৃষ্টি হবে সেই বিষয়ে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক দেবজিত মজুমদারকে জিজ্ঞাসা করলে জানায় এই মূহুর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা ৪৮ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাবে ৫ থেকে ৬ ই জুলাই ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে মহেশতলা জুড়ে।
No comments:
Post a Comment