৩রা জুলাই ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সেভাবে বৃষ্টি পাচ্ছেনা দক্ষিণবঙ্গ ভ্যাপসা গরম ও অস্বস্তিকর প্যাচপ্যাচে গুমোট গরমে নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গ। বৃষ্টি হলেও তা গরম থেকে সেই ভাবে মুক্তির আশা দেখাচ্ছে না। লাগাতার ভারী বর্ষণের সেই ভাবে এখনো সমগ্র দক্ষিণবঙ্গ দেখা পায়নি। অন্যদিকে উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি হয়ে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে পড়েছে উত্তরবঙ্গ অথচ দক্ষিণবঙ্গজুড়ে বেড়েছে বজ্রপাতের প্রবণতা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কেন এতো কমবৃষ্টি হচ্ছে তার উত্তর খুঁজতে গিয়ে দেবজিত মজুমদার জানিয়েছেন অন্যবছর বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে কিন্তু ২০২৩ সালে নিম্নচাপের প্রবণতা কম রয়েছে বর্ষা প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত টেনে টুনে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যারজন্য ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে জুলাই মাসের ৫-৭ তারিখের মধ্যে। তারপর ভোটের সময় বিছিন্ন থেকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও আরো বাড়বে ভ্যাপসা গুমোট গরম। এমনি ভ্যাপসা গরম বাড়বে যারজন্য কষ্টকর ঘর্মাক্ত অনুভূতি চরম পর্যায়ে পৌঁছে যাবে। অন্যদিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সমগ্র জুলাই মাসে ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে বলে জানিয়েছেন ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক দেবজিত মজুমদার। তিনি আরো জানান ম্যাডেন জুলিয়ান ওশিলেশন বর্তমানে ১ এর কম অ্যাম্প্লিচিউড নিয়ে ফেজ ৩ এ দাড়িয়ে আছে এবং পরবর্তীতে ১ সপ্তাহের মধ্যে এম জে ও বঙ্গোপসাগর থেকে চলে যাবে। তবে জুলাই মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে এম জে ও ফিরতে পারে যারজন্য বঙ্গোপসাগরে জুলাই মাসের শেষ সপ্তাহে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। জুলাই মাসের বেশিরভাগ সময় অস্বাভাবিক তাপমাত্রা, ভ্যাপসা গরম ও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিয়েই চলতে হবে বা মাঝেমধ্যে টুকটাক পাসিং সাওয়ার। উত্তরবঙ্গে জুলাই মাসের বেশিরভাগ সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আই ও ডি পজেটিভ হবার কারণে মৌসুমী বায়ু পশ্চিম ভারতের উপকূলে অতি সক্রিয় হয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি ঘটাবে। সুতরাং জুলাই মাসে দক্ষিণবঙ্গজুড়ে ভ্যাপসা গরমের প্রবণতা বাড়বে।
No comments:
Post a Comment