প্রবল বৃষ্টিপাত এ নাজেহাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা , এমতাবস্থায় কি উত্তরবঙ্গেও ক্রমশ বৃষ্টিপাত বাড়তে চলেছে !? তা এক নজরে জেনে নেওয়া যাক ... - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, August 25, 2023

প্রবল বৃষ্টিপাত এ নাজেহাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা , এমতাবস্থায় কি উত্তরবঙ্গেও ক্রমশ বৃষ্টিপাত বাড়তে চলেছে !? তা এক নজরে জেনে নেওয়া যাক ...

প্রবল বৃষ্টিপাত এ নাজেহাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এমতাবস্থায় উত্তরবঙ্গেও ক্রমশ বৃষ্টিপাত বাড়তে চলেছে । বর্তমানে দক্ষিণবঙ্গে Moisture Incursion এর জন্যে বৃষ্টিপাত হচ্ছে মূলত হাওড়া নদীয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় , এই বৃষ্টিপাত শনিবার পর্যন্ত চলবে এবং রবিবার থেকে আসতে আসতে আমরা আকাশ ক্রমশ পরিষ্কার হতে দেখব কিন্তু অপরদিকে বর্তমানে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্নাবর্ত এর অবস্থানের কারণে এছাড়াও বর্তমানে মৌসুমী অক্ষরেখা এর অবস্থান বর্তমানে উত্তর প্রদেশ থেকে মালদা এর ওপর দিয়ে বিস্তৃত হয়েছে যার জেরে আগামী ২৪-৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে এবং রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে । রোববার এরপর থেকে প্রায় সারা বাংলা জুড়ে বৃষ্টিপাত কমে আসবে । কিন্তু রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় মাঝারি থেকে ভারী ও কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । পাহাড়ি অঞ্চলে ধ্বস নামার সম্ভাবনা ও রয়েছে তাই সকল সাধারণ নাগরিক ও পর্যটকদের অনুরোধ জানানো হচ্ছে তারা যেনো সাবধানে ও সতর্ক থাকেন । রোববার এর পর থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে । তবে বর্তমানে এই প্রবল বৃষ্টিপাত পেয়ে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে এখন জল জমার মতন সমস্যায় নাজেহাল এলাকাবাসী ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......