২৬/৮/২০২৩ (সন্ধ্যা)
নিজস্ব সংবাদদাতা: দুদিন পর পর বৃষ্টির পর ফের বাড়তে চলেছে ভ্যাপসা গুমোট গরম দক্ষিণবঙ্গে কাল থেকে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম বাড়তে চলেছে। আর কমতে চলেছে বৃষ্টির পরিমাণ। রবিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩°সে বৃদ্ধি পেতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। হাওড়া হুগলি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চলে যেতে পারে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় ৩৪-৩৬°সে এর আশেপাশে। যত না সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তার থেকে বেশি প্রভাব বিস্তার করবে আদ্রতা জনিত অস্বস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম। বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে যা কোথাও হবে আবার কোথাও হবে না। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮-৭২ ঘন্টায় তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ভ্যাপসা গরম তেমন অনুভব হবে না তবে দক্ষিণবঙ্গ জুড়ে কষ্টকর ভ্যাপসা গুমোট গরম আসতে চলেছে।

No comments:
Post a Comment