মা চলে গেছেন আবার আগামী বছরের জন্য অপেক্ষা আর কিছু দিনের মধ্যেই লক্ষ্মীপূজো কালীপুজো দিওয়ালি ধনতেরাস ছট পুজো অর্থাৎ পুজোর মৌসুম এখনো শেষ হয়নি তবে এ বছরে নির্বিঘ্নে দুর্গাপুজো কেটেছে এবং এরকম নির্বিঘ্নে বাকি মৌসুমের দিনগুলো কাটুক সেটাই সকলের কামনা । তাই বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী বেশ কিছুদিন কোনো রকম কোনো ভারী দুর্যোগের আশঙ্কা এই মুহূর্তে বাংলায় নেই , শীতের জন্য তাপমাত্রা পারদ ক্রমশ নামছে এবং এখনো পর্যন্ত উত্তরবঙ্গে সর্বনিম্ন দার্জিলিং এ ১১ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গে মুকুটমণিপুরে ১৮ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা গেছে , আগামী দিনে তাপমাত্রা পারদ আরো বেশ খানিকটা নামবে বলে আশঙ্কা করা হচ্ছে । দুপুর নাগাদ রোদ পরলেও বর্তমানে রোদের তেজ সেরকম অনুভূত হচ্ছে না অর্থাৎ বলা যেতে পারে শীতকাল দরজায় কড়া নাড়ছে । খুব বেশি শীত খুব বেশি গরম আবার খুব বেশি বৃষ্টিপাত কোনটাই বাঙালির পছন্দ নয় তাই এই মৌসুমে কিরকম শীত পড়বে সেদিকেই চোখ বাঙালির , এই মৌসুমে যেরকম এল নিনোর প্রভাবে অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির জন্য অস্বস্তিকর গরম সহ্য করেছে বাঙালি আবার ঠিক তেমনি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বেশ ভাল রকম বৃষ্টিপাত পেয়েছি এ বছর আমরা , এবং সকল পরিস্থিতি বিচার বিবেচনা করে মনে করা হচ্ছে যে এ বছর বেশ ভালো পরিমানে শীত পড়তে পারে পশ্চিমবঙ্গে । তবে বর্তমানে এই পুজোর মৌসুমে দুর্যোগহীন আবহাওয়া থাকায় সকলে প্রচুর পরিমাণে আনন্দ করুন সুস্থ থাকুন , এটাই একান্ত কাম্য । আর প্রতিনিয়ত আবহাওয়া সম্পর্কিত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজে ।
No comments:
Post a Comment