Friday, October 27, 2023
আগামীকাল কোজাগরী লক্ষ্মীপূজায় আবহাওয়া কেমন থাকবে তা এক নজরে জেনে নিন ....
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে , আশা করি সকলের পুজো খুব আনন্দ করে ভালোভাবে কেটেছে , আগামী উৎসবের দিন গুলোও যেনো সকলে ভালো ভাবে কাটাক সেই কামনা করি । আগামীকাল কোজাগরী লক্ষ্মীপূজো । বাঙালির অনেকের ঘরে এই পুজো হয়ে থাকে । তাই উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামীকাল কোনরকম দুর্যোগের আশঙ্কা নেই , ফলে আগামীকাল রৌদ্রজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে যার জেরে কোনো ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা নেই এবং আগামীকাল সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যতক্ষণে ৩০ ও ২১ ডিগ্রির কাছাকাছি । তাই আগামীকাল রৌদ্রজ্জ্বল পরিস্থিতি থাকার কারণে দিনের বেলা তেমন শীতল অনুভূতি না হলেও রাতের দিকে বেশ ভালোম রকম ঠান্ডা অনুভূত হবে , কলকাতায় সেরকম শীত অনুভূত না হলেও গ্রামের দিকে রাত্রেবেলা বেশ ভালো রকম তাপমাত্রা নামার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে । তাই এই উৎসবের দিনে সবাই আনন্দ মজা ও হইহুল্লোড় করে কাটান এবং আবহাওয়া সম্পর্কিত তথ্য সবার আগে পেতে আমাদের পেজে চোখ রাখুন।
No comments:
Post a Comment