কালীপুজো দুর্গাপুজো এবং দীপাবলি প্রায় নির্বিঘ্নেই কেটেছে, আগামীকাল ভাইফোঁটা তাও নির্বিঘ্নে কাটবে এবং দুর্যোগে কোনরকম আশঙ্কা আগামীকালও থাকবে না তবে দুশ্চিন্তার পারদ চড়তে শুরু করছে এই সপ্তাহে শেষের দিকে কারণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ । এই ঘূর্ণবাতটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে এবং পরবর্তীতে তা উত্তর-পূর্ব দিকে অভিমুখ রাখবে যার জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্রভাবিত হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে । নিম্নচাপের প্রভাব পাওয়া শুরু হবে মোটামুটি 16 থেকে 17 ই নভেম্বর নাগাদ । বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ মেঘ ক্রমশ ঢোকার ফলে রাতের দিকে তাপমাত্রা ক্রমশ বাড়বে কিন্তু বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমার আশঙ্কা থাকছে। বর্তমানে এটির যা পরিস্থিতি তা লক্ষ্য করে বলা যায় যে এটি বেশ ভালো রকমের ক্ষয়ক্ষতি করতে সক্ষম তাই আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে । এই ঘুর্ণবাত এর জেরে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যা কোন এলাকাকে প্লাবিত করতে যথেষ্ট। এই ঘূর্ণবাতের আঘাত হানোর সময় ৭০ থেকে ৮০ অথবা তারও বেশি কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে । নিম্নচাপটি বাঁক নিলে ক্রমশ পরিস্কার হয়ে যাবে যে কোন এলাকাকে এটি নিজের ল্যান্ড ফল হিসেবে চিহ্নিত করতে চলেছে । আমরা ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল টিম প্রতিনিয়ত এই পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছি এবং আপনাদের কাছে সবার আগে এই সম্পর্কিত বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। তাই আতঙ্কিত হবেন না সাবধানতা অবলম্বন করুন এবং আসন্ন এই দুর্যোগের সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের পেজে চোখ রাখুন ।
No comments:
Post a Comment