Friday, November 17, 2023
দুর্যোগ কি বর্তমানে কেটে গেছে ? আজ থেকে শুরু ছট পুজো তাই আগামী দিনে আবহাওয়ার কিরূপ পরিস্থিতি থাকবে তা জেনে নেওয়া যাক...
বর্তমানে দুর্যোগ কেটে গেছে , আশঙ্কা করা হচ্ছিল ঘূর্ণিঝড় মিধিলি এর প্রভাবে বেশ ভালো মতন বৃষ্টিপাত হবে কিন্তু ঘূর্ণিঝড় মিধিলি এর ক্রমশ পূর্ব দিকে সরে যাওয়ার ফলে এটি বাংলাদেশের কুয়াভাটা এলাকায় ল্যান্ড ফল করেছে যার জন্য এর সেরকম কোনো প্রভাব আমরা পশ্চিমবঙ্গের লক্ষ্য করতে পারিনি। তবে হ্যাঁ আজ সকালের দিকে এই ঘূর্ণিঝড়ে প্রভাবে ঠান্ডা হাওয়া যা ঘন্টায় ২০-৩০ কিলোমিটার বেগে বইছিল তা অনুভব করা গেছে । বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ মেয়ে ক্রমাগত ঢোকার ফলে বিগত বেশ কিছুদিন তাপমাত্রা নামতে পারেনি উল্টে বেড়েছে। তবে এবার আগামী দু তিন দিনের পর থেকে ক্রমশের তাপমাত্রা আবার নামতে শুরু করবে এবং ২৩ তারিখের পর নাগাদ আমরা তাপমাত্রার পারদ নামার ফলে বেশ কিছু অঞ্চলে জাকিয়ে শীত পড়ার মতন পরিস্থিতি লক্ষ করতে পারবো । আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭ এবং ২২ ডিগ্রির কাছাকাছি । আজ থেকে ছট পুজো শুরু , তাই বস্তুত কলকাতায় অনেক মানুষ ছট পুজো পালন করে থাকে তাই যদি বৃষ্টিপাত হতো তাহলে অনেকে সমস্যার সম্মুখীন হত তাই বলা যায় যে বৃষ্টিপাত না হওয়ার ফলে একদিকে পুজোয় কোন দুর্যোগের আশঙ্কার নেই তাই সকলে যারা ছট পুজো পালন করে থাকে তারা নির্বিঘ্নে নিজের কাছের মানুষদের সাথে পুজোর ক'টি দিন আনন্দ এবং মজা করে কাটাতে পারবেন । তবে আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সর্দি-কাশি এবং জ্বরের মতন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তাই সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন এবং আবহাওয়া সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ চোখ রাখতে ভুলবেন না ।
No comments:
Post a Comment