Thursday, November 02, 2023
আগামী সপ্তাহের শুরু থেকেই কি শীতের আমেজ পড়তে চলেছে বাংলায় ? চলুন জেনে নেওয়া যাক ...
বর্তমানে বাংলায় শীত যেন এসেও আসছে না কোথাও কোথাও উল্টে দুপুরবেলা নাগাদ আমাদের গরম অনুভূত হচ্ছে। এদিকে নভেম্বর মাস চলে এলো অন্যান্য বছরে এই সময় হাড় কাঁপুনি না হলেও বেশ ভালো রকমই শীতের আমেজ অনুভব করা যায় কিন্তু সেই তুলনায় এ বছরে এখনো পর্যন্ত আমরা শীতের কিছুই পাইনি। উল্টে প্রতিদিন তাপমাত্রা বাড়ছে । অন্যদিকে পূবালী বায়ুর প্রবাহের কারণে শীত ঢুকতে পারছে না এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে কলকাতা ও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল ছাড়াও উপকূলবর্তী কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা খুব একটা বেশি নামবে না। তবে আসল কথা হল আগামী সপ্তাহে শুরু থেকেই শীতের আমেজ অনুভব করা যাবে বাংলায় । বস্তুত সোমবার থেকেই তাপমাত্রা পারদ ক্রমশ নামতে চলেছে কারণ পূবালী বায়ুর প্রবাহ কমে যাবে এবং উত্তরের বাতাস ক্রমশ ঢুকতে শুরু করবে, যার জেরে শীতের আমেজ অনুভূত হতে শুরু করবে এবং সকালের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে কখনো কখনো কোন কোন জায়গায়। শহরের দিকে তাপমাত্রা খুব বেশি না নামলেও গ্রামের দিকে এবং পাহাড়ি অঞ্চলে রাতের দিকে বেশ ভাল রকমের ঠান্ডা অনুভব করা যাবে । তাই বলা যায় যে কালীপুজোয় আমরা শীতের আমেজ অনুভব করতে চলেছি বর্তমানে এই বাজে গরমের তুলনায় । তবে এই তাপমাত্রার তারতম্যের কারণে আবহাওয়ার পরিবর্তনের জন্য জ্বরের মতন পরিস্থিতি দেখা দিতে পারে তাই সকলকে সাবধান এবং সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে এবং বর্ষা কেটে গেল তবে ডেঙ্গির প্রকোপ কিন্তু এখনো খুব একটা কমেনি তাই সকলে মশার কামড় এড়িয়ে চলুন এবং জ্বর হলে প্রচুর পরিমাণে জল খান এবং প্রয়োজনে ডাক্তার দেখান , প্রসঙ্গত সবাই সুস্থ থাকো এটাই একান্ত কাম্য আর আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজে ।
No comments:
Post a Comment