সোমবার থেকে হুড়মুড়িয়ে বাড়বে ঠাণ্ডার দাপট। পুরুলিয়ার তাপমাত্রা নেমে যাবে ১৪°সেলসিয়াস। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, November 04, 2023

সোমবার থেকে হুড়মুড়িয়ে বাড়বে ঠাণ্ডার দাপট। পুরুলিয়ার তাপমাত্রা নেমে যাবে ১৪°সেলসিয়াস।

নিজস্ব সংবাদদাতা: সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে শীতের দাপট। বাড়বে উত্তরে শীতল বাতাসের প্রবাহ। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের প্রভাবে যে তাপমাত্রা বাড়ছিল এবং বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছিল তা আগামী ৪৮ ঘন্টায় অনেকাংশে কমে আসবে সে যায়গায় উত্তরে শীতল বাতাস ঢুকতে শুরু করবে সোমবার থেকে। এবং পরবর্তী ৫ দিনে দ্রুতহারে তাপমাত্রা হ্রাস পাবে। পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৪ থেকে ১৬°সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৬ থেকে ১৯°সেলসিয়াসের আশেপাশে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ঠাণ্ডার দাপট। রাতের দিকে ঠাণ্ডার কনকনে অনুভূতি আসবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯°সে এর আশেপাশে এবং কলকাতা তৎসংলগ্ন উপনগরীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৬-১৮°সেলসিয়াস। মাঝেমধ্যে ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা উত্তরে বাতাসের প্রবাহ দেখা যাবে। সামগ্রিক ভাবে বাড়বে ঠাণ্ডার তীব্রতা। উত্তরবঙ্গের দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ৯°সে এর নীচে এবং বাকি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬°সে এর আশেপাশে।
৪ঠা নভেম্বর ২০২৩ (রাত ৯টা বেজে ৩০ মিনিট)

No comments:

Post a Comment