কাঁপিয়ে দেবে শীত। কনকনে তীব্র ঠান্ডার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ আসছে।। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, January 10, 2024

কাঁপিয়ে দেবে শীত। কনকনে তীব্র ঠান্ডার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ আসছে।।

নিজস্ব সংবাদদাতা: আগামী ৫ দিনে ধেয়ে আসছে মরশুমের প্রথম উল্লেখযোগ্য শৈত্যপ্রবাহ সমগ্র দক্ষিণবঙ্গে। শীতের বাঁধা পশ্চিমী ঝঞ্ঝার ও পশ্চিম মধ্য ভারতের সম্মিলন অঞ্চল দুর্বল হচ্ছে যারজন্য আগামী ৪৮ ঘন্টার মধ্যেই সক্রিয় হয়ে উঠবে উত্তরে হিমশীতল বাতাস উত্তর পশ্চিম ভারত ও পূর্ব মধ্য ভারতের উপর। এই হিমশীতল বাতাসের উপর ভর করেই আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো তীব্র শীত আসতে চলেছে। সেই সঙ্গে বয়ে যাবে শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তৈরি হবে তীব্র থেকে তীব্রতর শৈত্যপ্রবাহ। ওই সমস্ত অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ৫ থেকে ৮°সে এর আশেপাশে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০°সেলসিয়াস ও তার নীচে। মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ থেকে ১১°সে এর আশেপাশে। অন্যদিকে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৮ থেকে ১১°সে এর আশেপাশে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ৯ থেকে ১৩°সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে ২০২৩-২৪ সালের এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী শীতের দাপট আসতে চলেছে আগামী ৫ দিনে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম বর্ধমান হুগলি হাওড়া ও ২৪ পরগণার বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সতর্কতা দেওয়া হলো। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে জাকিয়ে শীত অনুভূত হবে। দক্ষিণবঙ্গের বেশীরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নেমে যাবে। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে কুয়াশার প্রভাব দেখা গেলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে রৌদ্রজ্জ্বল শুষ্ক ও কনকনে ঠাণ্ডা আবহাওয়া দেখা যাবে। সূর্যাস্তের পর থেকে জাকিয়ে তীব্র থেকে তীব্রতর শীতের দাপট দেখা যাবে। ১১ থেকে ১৫ই জানুয়ারি ২০২৩ পর্যন্ত ৫ দিন সময়সীমার মধ্যে তীব্র থেকে তীব্রতর শীতের কবলে পড়বে দক্ষিণবঙ্গ। ১৬ই জানুয়ারি পর্যন্ত সমগ্র দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো জাকিয়ে শীত অনুভূত হবে। তবে ১৭ই জানুয়ারি থেকে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় সম্মিলন অঞ্চল তৈরি হবার কারণে শীতের দাপট কমে যাবে আবার। ঢুকবে জলীয় বাষ্প তৈরি হবে মেঘবৃষ্টির সম্ভাবনা। তবে সেসব সম্ভাবনা এখনো দেরি আপাতত আগামী ৫ দিনে উপভোগ করুন জাকিয়ে শীতের দাপট। আগামী ৫ দিনে সমগ্র দক্ষিণবঙ্গে দমকা হাড় কাঁপানো শীতেল উত্তরে দমকা বাতাস দেখা যাবে। কেন এতো শীতের দাপট বাড়বে?? ডিসেম্বর ও জানুয়ারির প্রথম সপ্তাহে সাগরে তৈরি হয়া নিম্নচাপ ও স্থলভাগে তৈরি হয়া সম্মিলন অঞ্চল এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটাও ঠিকমতো শৈত্যপ্রবাহের আসতে পারেনি দক্ষিণবঙ্গে। তবে সম্মিলন অঞ্চল ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ার জন্য আগামী ৫ -৬ দিন স্থল উচ্চচাপ সক্রিয় হবে পশ্চিমা জেট বাতাস স্বাভাবিক অবস্থানে আসবে। যারজন্য জাকিয়ে শীত অনুভূত হবে সমগ্র দক্ষিণবঙ্গে।
১০ই জানুয়ারি ২০২৪

No comments:

Post a Comment