৯ই জানুয়ারি ২০২৪
Tuesday, January 09, 2024
মরশুমের শীতলতম পরিস্থিতি তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে। হাড়কাঁপানো তীব্র শীতে কাঁপবে বঙ্গ।
নিজস্ব সংবাদদাতা: তৈরি হতে চলেছে মরশুমের শীতলতম পরিস্থিতি সমগ্র পশ্চিমবঙ্গজুড়েই। দীর্ঘদিন ধরে স্বাভাবিক শীতের পর আসতে চলেছে শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও কনকনে তীব্র শীত অনুভূত হবে। কবে আসছে জাকিয়ে শীত?? ১১ থেকে ১৫ই জানুয়ারি ২০২৪ এর মধ্যে এখনো পর্যন্ত মরশুমের শীতলতম পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই শীতের স্পেলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তীব্র শীত ও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কিছু কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের চেয়ে নীচে চলে যেতে পারে। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও বর্ধমান জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে কোথাও কোথাও ৫ থেকে ৮°সে এর আশেপাশে। উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি ঝাড়খণ্ড ছত্তিশগড়ের উপর শৈত্যপ্রবাহ তৈরি হতে পারে। সেই শৈত্যপ্রবাহের হিমশীতল উত্তরে বাতাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করে হাড়কাঁপানো ভীষণ শীত অনুভূত হবে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম ও বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ৫ থেকে ১০°সে এর আশেপাশে। মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর ২৪ পরগণা নদীয়া ও হাওড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ থেকে ১১°সে এর আশেপাশে। কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগণা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৯ থেকে ১৪°সে এর আশেপাশে। সমগ্র দক্ষিণবঙ্গেই ভীষণ শীত অনুভূত হবে বয়ে যাবে দমকা শুষ্ক শীতল উত্তরে বাতাস। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ভালোই কনকনে ঠাণ্ডা অনুভূত হবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ থেকে ১১°সে এর আশেপাশে। কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যেতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫°সে এর নীচে নেমে যাবে। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ও মধ্য ভারতে তৈরি হয়া সম্মিলন অঞ্চলের সিস্টেমটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে এবং ১০ তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হবে। ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের উপর সক্রিয় উচ্চচাপ বলয়ের প্রভাবে ও উত্তর পশ্চিম ভারত থেকে আসা হিমশীতল উত্তরে বাতাসের প্রভাবে ১১ই জানুয়ারি থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তীব্র শীত অনুভূত হতে চলেছে। সূর্যাস্তের পর থেকে তীব্র থেকে তীব্রতর হবে ঠাণ্ডার দাপট। রাত যত বাড়বে বাড়বে ঠাণ্ডা। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে কুয়াশা সৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া রৌদ্রজ্জ্বল থেকে ঝাপসা বা রৌদ্রজ্জ্বল থাকবে। বয়ে যাবে কনকনে শীত। ভোর ও সকালের দিকে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে কুয়াশা পড়তে পারে। তবে উত্তরে শীতল বাতাসের তীব্রতা বেশি থাকায় দক্ষিণবঙ্গে ঘনকুয়াশার তুলনায় রৌদ্রজ্জ্বল ও খুব ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে। বঙ্গের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
No comments:
Post a Comment