নিজস্ব সংবাদদাতা: এই সপ্তাহ জুড়ে আমরা দেখতে পেলাম যে বাংলা জুড়ে মেঘ কুয়াশা বিক্ষিপ্ত বৃষ্টি সাথে শীতের দাপট। বিগত কয়েক বছরের মধ্যে এমন একটা অদ্ভুত ধরনের শীত বঙ্গবাসী দেখেননি!
এ যেন মেঘ না চাইতেই জল! কেন বললাম এই কথাটা? তার কারণ বিগত কয়েক বছরে অর্থাৎ বিগত 10 বছরের ইতিহাস যদি আমরা দেখতে থাকি তাহলে দক্ষিণবঙ্গে পরপর কয়েকদিনের ঘন কুয়াশা জর্জরিত শীতল দিন সাধারণত অর্থে সেই ভাবে দেখা যায়নি। কিন্তু এই বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাস পড়তেই আমরা সবাই দেখতে পেলাম বঙ্গদেশে হারিয়ে যাওয়া সেই পুরোনো ছন্দে চেনা শীত!
এই ধরনের শীত বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শেষ দেখা গিয়েছিল ২০০২ সালের আশেপাশে !!!
বাংলায় যারা বয়স্ক এবং প্রবীণ মানুষ আছে বা যারা মধ্যবয়সী মানুষও আছেন আমাদের অনেকেরই অভিজ্ঞতা রয়েছে যে ১৯৮৫, ৯০ এবং ১৯৯৫ সালেও কুয়াশামাখা শীতল দিন উপলব্ধি করা!
যাই হোক, এবারে আবারো সেই চেনা ছন্দে দক্ষিণবঙ্গের শীত বঙ্গবাসী উপলব্ধি করলেন।
* এবারে আসি আসল কথায় আগামী সপ্তাহ জুড়ে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আদৌ কি বৃষ্টির সম্ভাবনা আছে?!
পূর্ব ভারতের উপকূলবর্তী এলাকায় এখনো পর্যন্ত বায়বীয় সম্মেলন গোলযোগ অঞ্চলটি অবস্থানরত রয়েছে। অপরদিকে বঙ্গোপসাগরের উত্তরাংশ অঞ্চলে উচ্চচাপ বলয় টি ও বিদ্যমান রয়েছে। এর ফলে উড়িষ্যা ও অন্ধ্র উপকূল দিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ব ভারতের বায়ুমন্ডলে প্রবেশ করছে এখনো পর্যন্ত অপরদিকে উত্তর ভারত থেকে আসা শুকনো ও ঠান্ডা বাতাস ও পূর্ব ভারতের বায়ুমন্ডলে প্রবেশ করছে এর ফলে দুই বিপরীত ধর্মীর বাতাসের সংঘর্ষ এখনো পর্যন্ত বজায় রয়েছে।
যার কারনে আগামী ২৩ , ২৪ ও ২৫ শে জানুয়ারি উড়িষ্যার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও দক্ষিণবঙ্গের বিশেষত মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা সন্নিহিত দক্ষিণ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে! মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে জানুয়ারি মাসের ২৫ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
অপরদিকে আগামী সপ্তাহে মাঝামাঝি সময়ে উত্তরে বাতাসের গতি বৃদ্ধি পাবে। এরফলে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বেশ ভালো রকম শীতের অনুভূতি হবে । আগামী সপ্তাহে প্রথম ভাগে রাজ্যে কুয়াশা মেঘ ও দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় দিন শীতল থাকার সম্ভাবনা থাকছে! সপ্তাহের মাঝামাঝি সময়ের পর থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। অপরদিকে রাতে ও সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা হ্রাস পেতে পারে! অর্থাৎ, আগামী সপ্তাহ জুড়ে সমগ্র পশ্চিমবঙ্গে বেশ ভাল রকম শীত বজায় থাকবে বলে আশা করাই যেতে পারে।
পরিশেষে সব মিলিয়ে বলা যেতেই পারে, এই বছরে অতিথি শীতের বাংলার বুকে আরো কিছুদিন থেকে যাওয়ার ইচ্ছাটা রয়েই গেছে!!
Date :21/01/2024
No comments:
Post a Comment