অস্বাভাবিক ধরনের শীত পুরো বাংলাকে কাবু করে ফেলেছে দিনের বেলায় মেঘ ও কুয়াশার কারণে এবং কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে!
এমনকি বাংলার রাজধানী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে! সূর্য না ওঠায় দিনের বেলায় উত্তরে হওয়ার দাপটে বেশ ভালো রকম শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে; অর্থাৎ শীতল দিন দেখেছে কলকাতা সহ বঙ্গবাসী !
অপরদিকে আজ কলকাতা সহ বাংলায় মৌসুমের আবারও শীতলতম দিন রেকর্ড হয়েছে!
আজ কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২. ১ ডিগ্রি সেলসিয়াস (-২), দমদম ১০. ৮ ডিগ্রি সেলসিয়াস (-২), সল্টলেক ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, উত্তর চব্বিশ পরগনার উত্তর ব্যারাকপুর ৯.২ ডিগ্রি সেলসিয়াস (-৪) ।
অপরদিকে পুরুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ৮ ডিগ্রি সেলসিয়াস (-৪) , বর্ধমান ৮.৮ ডিগ্রি সেলসিয়াস !
সুতরাং বোঝাই যাচ্ছে যে, এইবারে প্রথম আমরা দেখেছিলাম সবাই যে গত বছর ডিসেম্বরে বেশ একটা লম্বা শীতের স্পেল চলেছিল তারপর জানুয়ারি মাসের ১৩ই জানুয়ারি আশেপাশে বেশ ভালো একটা শীতের স্পেল চলেছিল! আবারো একটা বেশ ভালো রকম শীতের স্পেল আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং শীতের এই স্পেলটা এই মৌসুমের তৃতীয় শীতের ঝোড়ো ইনিংস হিসেবে গণ্য করা হচ্ছে !
বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় , উত্তর ভারত থেকে অবাধে হিম শীতল বাতাস উত্তর-পশ্চিম দিক থেকে এই রাজ্যে প্রবেশ করছে। যার ফলে আগামী ২৪ ঘণ্টাতেও রাজ্যের বেশ কিছু জেলায় শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।
তবে জানুয়ারি মাস পড়ার পর থেকেই দেখা যাচ্ছে যে শীতল দিন এবং শৈত্য প্রবাহ এই দুইয়ের জোড়া থাবায় বঙ্গবাসী কার্যত কাবু হয়ে পড়েছে !
পরিশেষে বলা যেতেই পারে যে , গত কয়েক বছর পর এই বছরের শীত বাংলার উপর একটু বেশি সহৃদয় হয়ে পড়েছে।
Date : 22/01/2024
No comments:
Post a Comment