নিজস্ব সংবাদদাতা: গত ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আবহাওয়া ও কোথাও ঝিরঝিরে বা কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে ! সব মিলিয়ে এই শীতেই আরও একবার বৃষ্টি ভেজা মুখ দেখল শহর কলকাতা!
বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় আগের থেকে দুর্বল হয়েছে এবং পূর্ব ভারতের উপর অবস্থিত বায়বীয় গোলযোগ টি দুর্বল হয়ে গেছে তাই আজ সকাল থেকেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের আবহাওয়ার উন্নতি হয়েছে। বিকেল থেকে আকাশ আরো পরিষ্কার হয়ে যাচ্ছে।
বায়বীয় গোলযোগ টি কাটতেই ফের পূর্ব ভারতের উপরে বায়ুমন্ডলে পশ্চিমা জেট স্ট্রিম শক্তিশালী হয়ে উঠছে এবং এই জেট স্টিমের হাত ধরে হিমশীতল বাতাস আরো একবার পূর্ব ভারতের ওপর আধিপত্য বিস্তার করছে! তাই আজ সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ফের নিম্নমুখী হতে শুরু করেছে। আজ কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস (যা এই সময় স্বাভাবিক) এছাড়া দমদম ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ১০.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম, পুরুলিয়া নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল!
অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হাড় কাঁপানো ঠান্ডা চলছে। আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদায় তাপমাত্রা সর্বনিম্ন ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, আজ রাজ্যে শীতের অনুভূতি বেশ ভালই ছিল।
আজ সন্ধ্যার পর থেকে ফের রাজ্যজুড়ে আরো একবার শীতের দাপট বৃদ্ধি পেতে চলেছে আগামী চারদিন পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী চার দিনে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। এছাড়া কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের জেলাগুলিতে আগামী তিন চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা আজকের তুলনায় আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচের দিকে নামতে পারে।
অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আরও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ পরিশেষে সবমিলিয়ে বোঝাই যাচ্ছে যে, আগামী পাঁচ দিনে সার্বিকভাবে রাজ্যের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এই মাসের শেষ পর্যন্ত বাংলা জুড়ে শীতের দাপট বজায় থাকতে চলেছে।
Date :25/01/2024
No comments:
Post a Comment