নিজস্ব সংবাদদাতা: প্রতিবারের মতো এবারও কলকাতা ক্রমান্বয়ে শীতের দিক থেকে হেরে ভূত হচ্ছে দুই ২৪ পরগণার কাছে। কোথায় ১৪-১৫°সে আর কোথায় ১০-১২°সে। প্রায় ৪-৫°সে তাপমাত্রার ব্যাবধান থাকছে কলকাতার সঙ্গে দুই ২৪ পরগণার। ৪ঠা জানুয়ারি কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪°সে। সেখানে ক্যানিং ১২°সে। ডায়মণ্ড হারবার ১০°সে। ৪-৫°সে তাপমাত্রার পার্থক্য থাকছে হাওড়া জেলার সঙ্গে। এখন প্রশ্ন কলকাতার সঙ্গে হাওড়া ও ২৪ পরগণা জেলার সর্বনিম্ন তাপমাত্রার এত পার্থক্য কিভাবে হচ্ছে? প্রসঙ্গত বলে রাখা ভালো এলনিনোর কারণে সারা ভারতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। তাও সমগ্র দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে উল্লেখযোগ্য শৈত্যপ্রবাহ না হলেও স্বাভাবিক শীত এটা। কিন্তু নগরায়ন ও কনজাস্টেড (ঘন) এলাকা হবার কারণে সেভাবে তাপমাত্রার পতন হচ্ছেনা। ধূলিকণা ও ডাস্ট পার্টিকেল বেশি থাকার জন্য তাপমাত্রা বায়ুমণ্ডলে শোষিত হচ্ছে সেই জন্য তাপমাত্রার রেঞ্জ থাকছে ১৪-১৫°সে কলকাতায় এর চেয়ে বেশি নামছে না।
আগামী ৪৮ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪°সে বেড়ে যেতে পারে। আর শীতের তীব্রতা কমে যেতে পারে। মেঘ ঢুকবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৪ঠা জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment