নিজস্ব সংবাদদাতা: তৈরি হয়ে গেছে মধ্যভারতের উপর সম্মিলন অঞ্চল যারজন্য আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যভারতের উপর থাকা সম্মিলন অঞ্চলটি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই সম্মিলন অঞ্চলটি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প মধ্যভারতের দিকে টেনে নিয়ে আসছে। সম্মিলন অঞ্চলটি ৪৮ ঘন্টায় পূর্ব দিকে সরে আসবে যারজন্য দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। শীতের তীব্রতা কমে যাবে। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সম্মিলন অঞ্চলের পিছনে থাকা শুষ্ক উত্তর পশ্চিমা শীতল বাতাস ও সাগরের বাতাসের জলীয় বাষ্প সম্মিলিত হয়ে ঘনকুয়াশা সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। ঘনকুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পাবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘনকুয়াশা সৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি।
ঘনকুয়াশা ও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিছুটা হলেও থাকছে। অন্যদিকে বেশ কিছুদিন জব্বর ঠাণ্ডার পর ফের শীতের তীব্রতা কমতে চলেছে। স্বাভাবিকের চেয়ে ৩-৪°সে বৃদ্ধি পেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। মরশুমের শীতলতম পর্যায় আসছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে।
৫ই জানুয়ারি ২০২৪ (রাত্রি)
No comments:
Post a Comment