২রা ফেব্রুয়ারি ২০২৪
Friday, February 02, 2024
পাকাপাকি শীত বিদায় এখনি নয়। ভ্যালেন্টাইন ও সরস্বতী পূজায় বসন্ত হাতছানি দেবে দক্ষিণবঙ্গে।।
নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন মেঘবৃষ্টির ও মেঘাচ্ছন্ন আকাশ কাটিয়ে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ফিরতে চলেছে শীতের দাপট। বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও বর্ধমান জেলায় শীতের তীব্রতা বেশি থাকবে। আগামী ২ দিনে সমগ্র দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরতে পারে তবে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করায় মূলত শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভব হবে রাতের দিকে। আগামী ৪৮ ঘন্টায় সমগ্র দক্ষিণবঙ্গে শীতের আমেজ বেশ কিছুটা বাড়ার পর ৬-৭ই ফেব্রুয়ারির আশেপাশে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আবার শীতের আমেজ কমে আসতে পারে। ৬-৭ই ফেব্রুয়ারির আশেপাশে দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আকাশ হবার সম্ভাবনা রয়েছে। ৮ই ফেব্রুয়ারি থেকে সমগ্র দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীত ফিরতে চলেছে। ৮ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত মরশুমের শেষ কনকনে শীত অনুভূত হবে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০°সে বা তার নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ ভালই শীত অনুভূত হবে সমগ্র দক্ষিণবঙ্গে ৮ই ফেব্রুয়ারি থেকে। খুব সম্ভবত সরস্বতী পূজার সময় থেকে দক্ষিণবঙ্গে পাকাপাকি ভাবে শীত বিদায় প্রক্রিয়া শুরু হবার সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment