৩রা ফেব্রুয়ারি ২০২৪
Saturday, February 03, 2024
পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রুকুটি।
নিজস্ব সংবাদদাতা: পর পর উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ ও মধ্যবঙ্গের জেলাগুলোতে তুলনামূলক ভাবে বেশি রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই তবে ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ৫ই ফেব্রুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সময়সীমার মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, সান্দাকফু এই সমস্ত অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর ও মালদা জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলোতে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা। পশ্চিমীঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়া পরিবর্তন হবে। ৮ই ফেব্রুয়ারি থেকে বাড়বে শীতের আমেজ।
No comments:
Post a Comment