নিজস্ব সংবাদদাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে নিম্নচাপটি ১৪ই জুলাই রাত ৯:৩০ নাগাদ ওড়িশার পুরী থেকে ৪১৩ কিলোমিটার দক্ষিণ পূর্বদিকে অবস্থান করছে যা আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় আরো কিছুটা শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্ন চাপের আকারে উড়িষ্য উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপটি বর্তমানে কিছুটা অসংগঠিত অবস্থায় অবস্থান করছে বর্তমানে নিম্ন চাপের মেঘের বেশিরভাগ অংশই দক্ষিণ ও পশ্চিম দিকে অবস্থান করছে এবং উত্তর ও পূর্বদিকে মেঘের পরিমাণ কম রয়েছে। নিম্নচাপটি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কিছুটা সুসংগঠিত হতে পারে। এই নিম্ন চাপের প্রভাবে ওড়িশা উপকূলে উল্টো রথের দিন অর্থাৎ ১৫ জুলাই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বিজয়নগরম সহ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার পুরি গঞ্জাম গজপতি জগতসিংপুর সহ দক্ষিণ উড়িষ্যায় ভারী বৃষ্টি হতে পারে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সাথে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র উত্তাল হতে পারে। উড়িষ্যা উপকূলে সর্বোচ্চ বাতাসের ঝাপটা ৫০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় বৃদ্ধি পেতে পারে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সমগ্র উড়িষ্যাতেই কম বেশি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত বেশি বৃষ্টি হবে দক্ষিণ ওড়িশায় ও মধ্য ওড়িশায় উত্তর উড়িষ্যতেও দফায় দফায় বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ প্রচুর পরিমাণে পূবালী বাতাস ঢুকিয়ে দেবে যার জন্য ছদ্ম শরৎকালীন মেঘবৃষ্টি ও রোদের খেলা দেখা যাবে এই রোদ আবার এই বৃষ্টি এই ধরনেরই আবহাওয়া চোখে পড়বে তবে উপকূলীয় এলাকায় বৃষ্টির তীব্রতা দক্ষিণবঙ্গের অন্যান্য অঞ্চলের তুলনায়। একটু বেশিই হতে পারে বিশেষত পূর্ব মেদনীপুর লাগোয়া অঞ্চলে দীঘায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রথের দিন তবে কলকাতায় ছদ্ম শরৎকালীন আবহাওয়া দেখা যাবে। ঝকঝকে নীল আকাশ সাথে রোদ হঠাৎ পূর্ব দিক কালো করে দু এক পশলা বৃষ্টি আবার রোদ এই ধরনের আবহাওয়া চোখে পড়বে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে নীল আকাশে পেঁজা মেঘের ভেলায় ইতস্তত কয়েক দফা বৃষ্টিতে মনে হবে যেন দুর্গাপুজো দোড়গোড়ায়। সমগ্র দক্ষিণবঙ্গেই ছদ্ম শরৎকালীন আবহাওয়া চোখে পড়বে যারা আকাশের বর্ণময় মেঘের ছবি। ও বর্ণ ময় রঙিন আকাশের ছবি তুলতে চান তাদের জন্য। আগামী ৪৮ ঘন্টা সব থেকে আদর্শ সময় হতে চলেছে। সূর্যাস্তের সময় রংধনু দেখা যেতে পারে এছাড়াও ক্লাউড ইরিডেসেন্স এর মত পরিস্থিতি তৈরি হতে পারে, বর্ণময় সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি পাওয়া যাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আগামী ৭২ ঘণ্টায় উপকূলীয় এলাকায়। কিছুটা দমকা হাওয়া বয়ে যাবে। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যাবে, যা সর্বোচ্চ বাতাসের ঝাপটা উঠতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃষ্টি হবে মূলত হালকা থেকে মাঝারি ও দু এক পশলা বা কয়েক পশলা ভারি। তবে ভারী বৃষ্টি যখন হবে স্বল্প সময়ে বেশ খানিকক্ষণ জোরদার বৃষ্টি হবে আবার বৃষ্টি থেমে যাবে আগামী ৭২ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জায়গায় সমানভাবে বৃষ্টি হবে না কোথাও বৃষ্টি হবে আবার কোথাও বৃষ্টি হবে না আবার সব সময় বৃষ্টিও হবে না বৃষ্টি হবে মূলত থেমে থেমে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাবে। বর্তমান সাইন আপটিক পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে রাজস্থান থেকে। ওড়িশা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা, বিস্তৃত হয়েছে। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে নিচে নেমে যাওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টি হবে না নীল আকাশ দেখা যাবে অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমে যাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় অন্যদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি সুস্পষ্ট নিম্ন চাপ বা গভীর নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটি আগামী ৭২ ঘণ্টায় ভিয়েতনাম উপকূল অতিক্রম করে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে আসতে পারে, যার জন্য জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পর বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি করতে পারে।
Weather of West Bengal
14/7/2024
No comments:
Post a Comment