অবশেষে দক্ষিণ বঙ্গবাসীদের জন্য সুখবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফিরতে চলেছে বর্ষার বৃষ্টি | দিন কয়েক আগে ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয় এই মৌসুমের দ্বিতীয় নিম্নচাপ যা পরবর্তী দুই তিন দিন একই স্থানে থাকে এবং আজ সকালে তা পুরী থেকে মাত্র ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘনীভূত হয় গভীর নিম্নচাপের চেহারা নেয়| এই গভীর নিম্নচাপ ক্রমশে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল সকালে উড়িষ্যার পুরীর কাছ দিয়ে উপকূল অতিক্রম করে ক্রমশ পশ্চিম দিকে সরে গুজরাটের দিকে যাত্রা করবে, এর ফলে উড়িষ্যার দক্ষিণভাগ উত্তর অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানাতে ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু-তিন দিনে | গত কয়েকদিনে এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের পার্বত্য এবং সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা ছাড়া বাকি সব অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যদিও দুই দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ অতি সামান্য ছিল | তবে এই গভীর নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের ব্যাপ্তি সমগ্র দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বাড়তে পারে এবং উপকূলীয় ও ওড়িশা সংলগ্ন অঞ্চল অর্থাৎ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা সুন্দরবন উপকূলে আগামী ২-১ দিনে কিছুটা হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। গভীর নিম্নচাপের জেরে প্রকল্প অঞ্চলের সমুদ্র উত্তল থাকবে এবং ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়ার সাথে কোথাও ৬৫ কিলোমিটার বাতাস বয়ে যেতে পারে তাই জন্য উপকূলবর্তী অঞ্চলে বা গভীর সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে থাকা বর্ষার ঘাটটি কিছুটা হলেও মিটতে পারে বলে আশা করা যাচ্ছে | জুলাই মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত যা ৩৭৬ মিলিমিটার তারচে এখন অব্দি প্রায় ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ মোট বৃষ্টিপাতের এখনো অর্ধেক বাকি আছে জুলাই মাসের বাকি অর্ধেকে | এই নিম্নচাপার প্রভাব পরের সপ্তাহের শুরুতেও পড়তে পারে যা কমিয়ে দেবে আর্দ্রতা জনিত জ্বালাময়ী গরম দক্ষিণবঙ্গে |
আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে জুড়ে থাকুন আমাদের সাথে সদা সর্বদা
No comments:
Post a Comment