কলকাতার কান ঘেঁষে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা (Monsoon Trough) ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, July 29, 2024

কলকাতার কান ঘেঁষে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা (Monsoon Trough) ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: কলকাতা ও তৎসংলগ্ন এলাকা দিয়ে বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যার জন্য ২৯ শে জুলাই উপকূলীয় অঞ্চলে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দীঘা কাঁথি সহ পূর্ব মেদিনীপুর জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টিপাত হয়ে গেছে। দুপুর থেকে হাওড়া কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে বেশিরভাগ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কয়েকটি মুহূর্তে ভারী বৃষ্টির স্পেল চোখে পড়েছে। আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আকাশ ছিল আংশিক থেকে প্রধানত মেঘলা তবে বৃষ্টিপাত হলেও বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে ঘর্মাক্ত ও অস্বস্তিকর পরিস্থিতি দেখা গেছে বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হলেও গুমোট গরম অনুভব হচ্ছে । আগামী ৪৮ ঘণ্টাতেও কলকাতার খুব কাছাকাছি মৌসুমী অক্ষরেখা থাকার জন্য মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে বিশেষত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা, রাজস্থান থেকে বিস্তৃত হয়ে মধ্যভারত ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন অঞ্চলে যার জন্য আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি পহেলা আগস্ট সবথেকে বেশি বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে তার কারণ এই সময় সবথেকে সক্রিয় হবে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা যার জন্য। সমগ্র দক্ষিণবঙ্গে কমবেশি হালকা মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পহেলা আগস্ট 
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......