জুন ও জুলাই মাস ধরে চলা দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ বৃষ্টির ঘাটতির ফলে করুণ দশা হয় বাংলার বিস্তীর্ণ কৃষি সমাজের | জুলাই মাসের প্রথম থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও তা আশানুরূপ হচ্ছিল না কিছুতেই তবে অবশেষে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং তার ঝাড়খন্ড থেকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আগমনের জন্য গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের উপকূলীয় এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে চলতে থাকে ভারী বৃষ্টি যার ফলে কিছুটা হলেও স্বাভাবিক বৃষ্টিপাতের সম্মুখীন হয় জুলাই মাসে কলকাতা এবং পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলা | জুলাই মাসে এসেছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এমনই পূর্বাভাস ছিল বহুদিন আগে থেকে এবং তা সত্যি করে আজ সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের আকাশ ভার করে আবির্ভাব বর্ষার মেঘের এবং ভারী বৃষ্টিপাত হয় তিলোত্তমারও বেশ কিছু অংশে | প্রায় তিন ঘণ্টার মধ্যে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয় তারকেশ্বরে | এর পিছনে দায়ী সেই ঝাড়খণ্ডের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং তার সাথে মৌসুমী অক্ষরেখাতে উপর তৈরি হওয়া একটি শিয়ার জোন অর্থাৎ বায়ুমন্ডলে ঊর্ধ্বে এবং নিম্ন স্তরের মধ্যে তৈরি হওয়া একটি বৈষম্যতা যা মেঘ তৈরীর উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় | এরফলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে | এই বৃষ্টিপাত ১লা আগস্ট সবচেয়ে বেশি বৃদ্ধি হতে পারে বলে আমাদের মত এবং পরের সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আবার কমতে শুরু করবে সাময়িকভাবে | পরপর তৈরি হওয়া দুটি নিম্নচাপ ও একটি ঘূর্ণবাতের ছেড়ে কলকাতা শহরের বৃষ্টি ঘাটটির পরিমাণে এসে দাঁড়ায় ১৫ শতাংশ যা প্রায় স্বাভাবিকের মধ্যেই পড়ে | আগস্টের প্রথম কয়েক দিনেও এরকমই পরিস্থিতি পর্যায়ে থাকতে পারে বলে আশা করা হচ্ছে | এই ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ডেরও বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে যার থেকে ডিভিসির জলাধার গুলিতে জলের সঞ্চয় হতে পারে কিছুটা এবং তা থেকে পরবর্তীকালে জল ছাড়া হলে তাতে বাংলার কৃষি সমাজের ক্ষেত্রে বিশেষ উপকার হবে | ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জন্য আগামী কয়েক দিন বঙ্গোপসাগরের উপকূলে মৎস্যজীবীদের সতর্কভাবে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে যেহেতু সক্রিয় মৌসুমী হওয়ার জন্য বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল থাকতে পারে এবং কোথাও কোথাও দূর থেকে তিন মিটার উঁচু ঢেউয়ের আবির্ভাব হতে পারে | পরবর্তীকালে আবহাওয়া পরিস্থিতিকে রকম থাকবে তার উপর আমাদের নজর সর্বদা থাকবে এবং আমরা সব শেষ আপডেট আপনাদের দিতে থাকবো সেইভাবে
আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে জুড়ে থাকুন আমাদের সাথে
No comments:
Post a Comment