নিজস্ব সংবাদদাতা: অক্টোবর মাসে পোস্ট মনসুন ঘূর্ণিঝড়ের ইতিহাস শোনাতে গিয়ে বলতে হচ্ছে আজ কলকাতার সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা যা বিগত প্রায় ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এবং সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল সেই ভয়াবহ ঘূর্ণিঝড় যে সময় তৈরি হয়েছিল সেই সময় এবং যে সময় কলকাতার উপকূলে আছড়ে পড়েছিল সেই সময় ২০২৪ সালের দুর্গাপুজোর খোদ সময়ের অন্তর্গত ২০২৪ সালের অষ্টমী পড়েছে ১১ ই অক্টোবর আর ১৭৩৭ সালে এই ১১ই অক্টোবরই কলকাতায় আছড়ে পড়েছিল ক্যাটেগরি পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় দ্য গ্রেট কলকাতা সাইক্লোন। এই ঘূর্ণিঝড়টি খুব যে বড়সড়ো পথ অতিক্রম করেছে যার জন্য শক্তি বাড়িয়েছে, সেটা ঠিক নয় এটি অল্প সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তকমা নিয়েছে। এই ঘূর্ণিঝড় খোদ আমফানের স্থলভাগ অতিক্রম করার সময় যে বাতাসের গতি ছিল তার দ্বিগুণ শক্তি নিয়ে আছড়ে পড়েছিল সাগরদীপ অঞ্চলে এবং অতিমাত্রায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের আকারে কলকাতার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল ঘূর্ণিঝড়টি ছয় থেকে আটই অক্টোবরের মধ্যে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে নিম্নচাপ আকারে তৈরি হয়েছিল এবং 11ই অক্টোবর আছড়ে পড়েছিল কলকাতার বুকে। এই ঘূর্ণিঝড়টি প্রায় ২৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়েছিল যার জন্য। কলকাতা হাওড়া হুগলি ২৪ পরগনা ও মেদনীপুর ধূলিসাৎ হয়ে গিয়েছিল। বড় বড় গ্রাম সমুদ্র উপকূলে জলের তলায় চলে গিয়েছিল এবং প্রায় তিন লক্ষের বেশি মানুষ মারা গিয়েছিল এই দ্য গ্রেট ক্যালকাটা ঘূর্ণিঝড়ে। এই ঘূর্ণিঝড়ে এমন হয়েছিল মৃত ব্যক্তিকে জড়িয়ে শুয়েছিল পাইথন বহু মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে মারা গিয়েছিল মারা গিয়েছিল। অসংখ্য জীব জন্তু। ব্যাপক ক্ষতি হয়েছিল ফসলের। ফসলের ক্ষতি হয়েছিল কিন্তু যে ক্ষতি ফসলের হয়েছে তা বলতে গিয়ে বলা যায় ফসল কে খাবে মানুষ বেঁচে আছে তো বিধ্বংসী ঝড়ে প্রাণ নাশ এতই বেশি হয়েছিল ফসল ক্ষতি হয়েছিল তার তুলনায় প্রাণ নাশের কথাটাই বেশি উঠে আছে 1764 সালের দ্য গ্রেট কলকাতা ঘূর্ণিঝড় ছিল ঐতিহাসিক ভয়াবহ একটি ঘূর্ণিঝড় ২০২৪ সালের দুর্গাপুজো, যে সময় পড়েছে সেই সময় বড় বড় বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানার রেকর্ড রয়েছে। তাই ২০২৪ সালের দুর্গাপুজো কতটা ভালো যাবে তা চিন্তাতেই রাখছে আবহাওয়া।
Weather of west bengal
9/8/2024
No comments:
Post a Comment