পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তিশালী পালস তৈরি হতে চলেছে যা ক্রমশ শক্তি বৃদ্ধি ঘটিয়ে এগিয়ে আসছে বঙ্গোপসাগরের দিকে। আগামী সোমবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহের ২৭ আগস্ট থেকে ২৯ এ আগস্টের মধ্যে প্রশান্ত মহাসাগরের সিস্টেমটি বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ ঘটবে। বর্তমানে এটি নিম্নচাপ অঞ্চল হিসেবে অবস্থান করছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে। যা ক্রমশ ল্যান্ডে প্রবেশ করে বঙ্গোপসাগরে প্রবেশ ঘটিয়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি করছে। যার জেরে বঙ্গোপসাগরের একটি নতুন করে নিম্নচাপ গঠন করার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাব মূলত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল বরাবর পড়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে নিম্নচাপটির প্রভাব পড়তে পারে। বিশেষত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলগুলিতেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ঘটাবে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে সিস্টেমটি নজরে রয়েছে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে কতটা এর প্রভাব গুরুতর হতে চলেছে।
No comments:
Post a Comment