বিগত তিন চার দিন ধরে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কম বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আগামী সোমবার থেকেই আবহাওয়া পরিস্থিতির বেশ পরিবর্তন ঘটতে চলেছে। বিভিন্ন মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী বেশ কয়েকদিন সেরকমভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ আংশিক মেঘলা এবং রৌদ্রজ্জ্বল পরিবেশ লক্ষ্য করা যাবে। কিন্তু কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে মেঘফাটা বৃষ্টি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যেতে পারে। রাজ্যজুড়ে শরতের আকাশ লক্ষ্য করা যাবে আগামী তিন থেকে চার দিন ধরে। আগামী এক সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ২৯ শে আগস্ট থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
No comments:
Post a Comment