গত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সেরকমভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। বৃষ্টিপাত ঘটলেও স্থানবিশেষে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি দেখা গেছে। এবার ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের ওপর যার সরাসরি প্রভাব গোটা রাজ্যের বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে পড়তে চলেছে।
আজ রাতের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপটি গড়ে উঠবে। এই নিম্ন চাপের দরূন বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে আজ মধ্যরাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভবনা রয়েছে। নিন্মচাপে প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে উপকূলবর্তী জেলাগুলিতে । ভারী বৃষ্টির সাথে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও কলকাতা, তার সংলগ্ন অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মঙ্গলবার থেকে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে।
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। মঙ্গলবারের নিম্নচাপের প্রভাবে অধিক বৃষ্টি লক্ষ্য করা যাবে রাজ্যজুড়ে। আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ হ্রাস পাবে এবং আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment