২৩ ফেব্রুয়ারি ২০২৩.
নিজস্ব সংবাদদাতা: আপাতত ফেব্রুয়ারি থেকেই গরমে জ্বলতে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো। ২২ ফেব্রুয়ারি ২০২৩ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর জেলার কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৪০°সে এর আশেপাশে রেকর্ড করা হয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গৃহীত তথ্য অনুযায়ী পুরুলিয়া জেলার রঘুনাথপুরে ২২ ফেব্রুয়ারি ২০২৩ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২°সে যা স্বাভাবিকের চেয়ে ১২°সে বেশি এছাড়া বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭°সে যা স্বাভাবিকের তুলনায় ৯°সে বেশি। লাগাম ছাড়া ভাবে উর্ধমুখী হতে চলেছে সর্বোচ্চ তাপমাত্রা আগামী ৭-৮ দিনে। গোটা মার্চ মাস জুড়ে জ্বলে পুড়ে ছারখার হবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই সমস্ত অঞ্চল। এর পাশাপাশি হাওড়া হুগলি বর্ধমান জেলাতেও রীতিমতো গরম অনুভব হবে। দেখা যাবে তাপপ্রবাহ। আর কালবৈশাখী বা বজ্রঝড়ের সম্ভাবনা বিশেষ পাওয়া যাচ্ছে না। আর হলেও তা কম জ্বলতে থাকা পশ্চিমাঞ্চলকে ঠাণ্ডা করতে পারবেনা। এপ্রিল মে মাসে বজ্রবৃষ্টি কিছু কিছু সময় হলেও তা স্বাভাবিকের চেয়ে কম হবে। ২০২৩ এর গরমকালে যেন মরুভূমিতে পরিণত হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল সেই সঙ্গে হাওড়া হুগলি ও পার্শ্ববর্তী অঞ্চল। সারা গরমকাল জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪৫-৫০°সে আশেপাশে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হাস্যকর মনে হলেও কথাটা কিন্তু সত্য। দীর্ঘস্থায়ী জলকষ্ট, হাহাকার খরা দেখা যাবে আর যখন তারমধ্যে ঝড়বৃষ্টি হবে তা মারাত্মক ভয়াবহ ও বিধ্বংসী ধরনের। ২০২৩ সালে গরমকালে লাভবান হবে বাংলাদেশ, উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারত সেখানে ঝড়বৃষ্টি হবে অথচ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে দাবদাহ ও ভয়াবহ তাপপ্রবাহে নাজেহাল হয়ে যাবে। সমগ্র দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫°সে বেশি থাকবে। তবে ঝড়বৃষ্টি একেবারে হবেনা সেটাও নয় আবার ঘনঘন বিগত বছরের ন্যায় হবে এটাও নয়। স্বাভাবিকের তুলনায় কম অথচ বিধ্বংসী কালবৈশাখী ও ভয়াবহ নাজেহাল করা গরমে পুড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল। কোথাও কোথাও গরমের বিগত বছরের রেকর্ড ভেঙে ফেলতে পারে। কেন ২০২৩ সালে অস্বাভাবিক হারে বাড়বে গরম। এর পিছনে দায়ী প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের অবস্থা এলনিনো পরিস্থিতি তৈরি হতে শুরু করায় ও ইণ্ডিয়ান ওশেন ডাইপোল ধনাত্মক হবার জন্য পশ্চিম ভারত, মধ্যভারত ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে। উচ্চচাপ বলয়ের প্রভাবে ওই সমস্ত অঞ্চল থেকে ঢুকতে থাকা বাতাস দক্ষিণবঙ্গে অত্যধিক গরম তৈরি করবে। পশ্চিমা অতি উষ্ণ বাতাসের প্রবাহে লাগাম ছাড়া শুষ্ক বাতাস তাপপ্রবাহ সৃষ্টি করবে। ২০২৩ এ পশ্চিমাঞ্চলে সমুদ্র বাতাসের প্রবাহ তেমন থাকবে না। বেশিরভাগ সময় স্থল অতি উষ্ণ বাতাসের দাপটে চড়চড় করে বাড়বে তাপমাত্রা। তাই এখন থেকেই জল সংরক্ষণ করা শুরু করুন। আসন্ন দিনে আরো কষ্টকর পরিস্থিতি অপেক্ষা করছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে।
No comments:
Post a Comment