সকাল থেকেই চুঁচুড়ার আকাশের মুখভার। বিকালে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, March 10, 2023

সকাল থেকেই চুঁচুড়ার আকাশের মুখভার। বিকালে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন স্থানে আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও মেঘের ফাঁক দিয়ে রোদ্দুর উঠলেও বাড়ছে ঘর্মাক্ত অসস্তিকর ভ্যাপসা গরম। চুঁচুড়া চন্দননগর ব্যাণ্ডেল রিষড়া তারকেশ্বর চাঁপাডাঙ্গা সহ সমগ্র হুগলি জেলায় মেঘে ঢেকে রয়েছে আকাশ। প্রবেশ করছে সমুদ্র থেকে আদ্র বাতাস। হুগলি হাওড়া কলকাতা ২৪ পরগণা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব কমলেও রোদ্দুর উঠলেও বাড়বে আদ্রর্তা জনিত অসস্তিকর গরম। বিকালের দিকে ঝাড়খণ্ড ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে যার বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল পর্যন্ত। নিম্নচাপ অক্ষরেখা ছত্তিশগড়, ওড়িশা হয়ে বিস্তৃত হয়েছে। এই অক্ষরেখার প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জায়গায়। পশ্চিমাঞ্চল থেকে কালবৈশাখী মেঘ পরিবর্ধিত হলে হুগলি হাওড়া কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলাতেও।
১০ মার্চ ২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......