ডোমজুড়ে ঘনিয়ে এসেছে আঁধার। কালো মেঘে ঢাকা পড়েছে আকাশ। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি আজকেই। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, March 11, 2023

ডোমজুড়ে ঘনিয়ে এসেছে আঁধার। কালো মেঘে ঢাকা পড়েছে আকাশ। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি আজকেই।

নিজস্ব সংবাদদাতা: হাওড়া জেলার ডোমজুড়ে কালো মেঘে সকাল থেকেই ঢাকা পড়েছে আকাশ। শুধু ডোমজুড় নয় আমতা উদয়নারায়নপুর জগৎবল্লভপুর বালি উলুবেড়িয়া পাঁচলা সহ বেশিরভাগ অঞ্চল কালো মেঘে ঢাকা। মেঘে ঢাকা থাকায় দিনের তাপমাত্রা কম রয়েছে যার জন্য শীতল আবহাওয়া বিরাজ করছে হাওড়া জেলার বেশিরভাগ অঞ্চলে। কিন্তু এই মেঘলা আকাশ, এই আরামদায়ক আবহাওয়া বেলা ১১টার পর থেকে গায়েব হতে শুরু করবে। কালো মেঘের আঁধার ভেদ করে উঠবে রোদ্দুর। বাড়বে আদ্রতা জনিত অসস্তিকর গরম। রোদের উপস্থিতি ও সমুদ্র থেকে আসা দখিনা বাতাসের হাত ধরে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ছোটনাগপুর মালভূমি ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হবে বজ্রগর্ভ মেঘকোষ। এই বজ্রগর্ভ মেঘকোষ পশ্চিমা বাতাসের হাত ধরে এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে। পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১১ মার্চ ২০২৩ বিকাল থেকে রাতের মধ্যে। এরপর বাঁকুড়া হুগলি হাওড়া নদীয়া উত্তর ২৪ পরগণা মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে কালো মেঘে কলকাতা হাওড়া ও তৎসংলগ্ন এলাকায় আকাশ ঢেকে এসেছে তা থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকাল থেকে রাতের মধ্যে যে মেঘ ধেয়ে আসবে তা থেকে কোথাও কোথাও ঘন্টায় ৪০ থেকে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল ১০ মার্চ ২০২৩ রাতে কলকাতা হাওড়া জেলায় যে দমকা হাওয়া বয়ে গেছে তা আদৌ কালবৈশাখী ঝড় নয়। কেন তৈরি হয়েছিল দমকা হাওয়া জেনে নিন।
১০ মার্চ ২০২৩ রাত ৯.৩০ থেকে ১০.৩০ মিনিটের মধ্যে মূল কালবৈশাখী ঝড়ের কোষ এগিয়ে যাচ্ছিল পূর্ব বর্ধমান জেলা হয়ে নদীয়া ও মুর্শিদাবাদের দিকে। মূল কালবৈশাখী ঝড়ের মজা পেয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলা। অন্যদিকে কালবৈশাখী ঝড়ের এগোনোর ফলে শীতল ঠাণ্ডা বাতাস নেমে এসে অনুভূমিক ভাবে প্রবাহিত হতে শুরু করে। ঝোড়ো হাওয়া বয়ে যায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওড়া হুগলি উত্তর ২৪ পরগণা কলকাতা জেলায়। মহেশতলা এলাকাতেও দেখা যায় ঝোড়ো হাওয়ার স্রোত। এই সময়ে কোথাও কোথাও ধূলিঝড় বয়ে যায়। ১১ মার্চ ২০২৩ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় সম্মিলন অঞ্চল তৈরির কারণে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
১১ মার্চ ২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......