৯ মার্চ ২০২৩
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরম ও অসস্তি বাড়লেও দুপুর থেকে রাতের মধ্যে বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৭২ ঘন্টায়। তবে কলকাতা এখনি ঠিক কতটা ঝড়বৃষ্টি পাবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। আগামী ৭২ ঘন্টায় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে আদ্র ও অসস্তিকর গরম অনুভব হবে। মূলত সামুদ্রিক আদ্র বাতাস ও শুষ্ক বাতাসের সম্মিলনের জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হবে সাময়িক ও বিক্ষিপ্ত ভাবে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে আদ্র ও অসস্তিকর গরম অনুভব হবে। উপকূলীয় এলাকায় বাড়বে অসস্তি। সামগ্রিক দক্ষিণবঙ্গে আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা। কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। তবে ১১ মার্চ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।১১ মার্চ ২০২৩ হাওড়া জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment