দাপিয়ে বেড়াবে কালবৈশাখী। ৫০ থেকে ৯০ কিমি প্রতি ঘন্টায় ঝড়ের সতর্কতা। ভাঙবে গাছ ও বাড়ি। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, March 12, 2023

দাপিয়ে বেড়াবে কালবৈশাখী। ৫০ থেকে ৯০ কিমি প্রতি ঘন্টায় ঝড়ের সতর্কতা। ভাঙবে গাছ ও বাড়ি।

নিজস্ব সংবাদদাতা: মার্চের তৃতীয় সপ্তাহে বিক্ষিপ্ত ভাবে ভয়াবহ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। দুপুর থেকে রাতের মধ্যে প্রতিদিনই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মার্চের ১৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা বর্ধমান নদীয়া ২৪ পরগণা মুর্শিদাবাদ সহ সমগ্র দক্ষিণবঙ্গে কমবেশি কালবৈশাখী ঝড় সহ বজ্রঝঞ্ঝা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘন্টায় ৫০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ উঠতে পারে। কিছু কিছু জায়গায় ঝড়ের গতি ১০০ কিলোমিটার ঠেকে যেতে পারে। সবচেয়ে বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ২.৩০ মিনিট থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত সময়সীমার মধ্যে। দুপুর ২.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত সময়সীমার মধ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায়। হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা মুর্শিদাবাদ জেলায় সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত সময়সীমার মধ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ১ থেকে ২ ঘন্টা এগুতে বা পিছোতে পারে। তৈরি থাকুন। ঐ সময়ের মধ্যে পশ্চিমাকাশ কালো করে এলে ও বিদ্যুতের ঝলকের পাশাপাশি পরিমণ্ডল শান্ত হয়ে গেলে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। বুঝবেন কালবৈশাখী ঝড় আসছে। পশ্চিমী ঝঞ্ঝা নেমে আসায় ও পাশাপাশি পূর্ব মধ্য ভারতে সম্মিলন অঞ্চল তৈরি হবার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করে কালবৈশাখী তৈরি করবে। দিনের বেলায় ভ্যাপসা গরম ও অসস্তি এবং বিকাল ও রাতের দিকে কালবৈশাখী ঝড় দেখা যাবে। ১৪ মার্চ ২০২৩ থেকেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
১২ মার্চ ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......