২৪ মার্চ ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই রোদ ঝলমলে হুগলি জেলার চন্দননগর। ঝকঝকে রোদে রৌদ্রজ্জ্বল পরিষ্কার আবহাওয়া বিরাজ করছে চুঁচুড়া চন্দননগর বৈদ্যবাটি কোন্নগর সহ সমগ্র হুগলি জেলায়। ঝকঝকে রোদ ওঠার জন্য দিনের তাপমাত্রা বাড়ছে সাথে বাড়ছে ঘর্মাক্ত অসস্তিকর গরম। আগামী ৪৮ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩-৩৫°সে এর আশপাশে। কিছু কিছু যায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৬°সে এর আশপাশে থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও যেতে পারে। বাড়বে আদ্রতা জনিত গরম ও অসস্তি। ২৪ মার্চ ২০২৩ হুগলি জেলায় উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় সম্মিলন অঞ্চল তৈরির কারণে আগামী ২৫ থেকে ২৮ মার্চ ২০২৩ এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির বণ্টন ও পরিমাণের তারতম্য থাকবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় হুগলি জেলায় কখনো রৌদ্রজ্জ্বল আবহাওয়া আবার কখনো কখনো খণ্ডাকার মেঘ সমন্বিত আংশিক মেঘলা আকাশ চোখে পড়বে। ২৪-৪৮ ঘন্টা পর থেকে আংশিক মেঘলা আকাশ থেকে অস্থায়ী ভাবে মেঘাছন্ন আকাশ চোখে পড়বে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম ও অসস্তি অনুভব হবে।
Nice content sir.
ReplyDeleteWest Bengal View