২৬ মার্চ ২০২৩.
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায় ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই খড়্গপুর সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। পরিষ্কার রৌদ্রজ্জ্বল নীলাকাশ থাকায় ও সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য বাড়ছে ঘর্মাক্ত অসস্তিকর গরম। অন্যদিকে দক্ষিণবঙ্গ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে দক্ষিণ ভারত পর্যন্ত আদ্র বাতাসের সম্মিলন অঞ্চল তৈরি হবার জন্য কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। ২৬,২৭ ও ২৮ মার্চ ২০২৩ খড়্গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কিছু যায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ, ঝড় ও শিলাবৃষ্টি। বয়ে যেতে পারে ৪৫ থেকে ৮৫+ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া। শুধু মেদিনীপুর নয় হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দুপুরের পর থেকে রাতের মধ্যে। ঝড়বৃষ্টি হবে মূলত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি থেকে আগাম সতর্কতা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে। ঝড়বৃষ্টি আসার আগে পশ্চিম আকাশে কালো মেঘ দেখলেই নিরাপদ আশ্রয়ে
No comments:
Post a Comment