২৭ মার্চ ২০২৩.
নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরে সকাল থেকেই রয়েছে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের প্রভাব কেটে রোদ উঠবে ঠিকই কিন্তু বেশিরভাগ অঞ্চলেই বাড়বে আদ্রতা জনিত অসস্তিকর ঘর্মাক্ত গরম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করবে। জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য দুপুর থেকে বা দুপুরের পর থেকে তৈরি হবে মেদিনীপুর জেলায় বজ্রগর্ভ মেঘকোষ। খড়্গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ মেদিনীপুর জেলার বেশ কিছু যায়গায় বজ্রগর্ভ মেঘকোষ তৈরি হবে। বিকালের দিকে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে হতে পারে শিলাবৃষ্টি। থাকবে প্রচণ্ড বজ্রপাত। কোথাও কোথাও স্থানীয় ভাবে ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা যা দুপুরের পর তৈরি করবে বজ্রগর্ভ মেঘ। মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৫°সে এর আশপাশে থাকলেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য বাড়বে ঘর্মাক্ত অসস্তিকর গরম। বাড়বে অসস্তিসূচক। আংশিক মেঘলা আকাশ থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে সমগ্র মেদিনীপুর জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের উপস্থিতি কমবে তবে দুপুরের পর থেকে মেঘাছন্নতা বৃদ্ধি পাবে। ঝাড়গ্রাম, খড়্গপুর, মেদিনীপুর, পাশকুড়া, বালিচক, ডেবরা, মেছেদা, ঘাটাল, দাসপুর চন্দ্রকোনা শহর, গোদাপিয়াশাল, শালবনী সহ সমগ্র পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের জলেশ্বর, বেলদা, এগরা, মোহনপুর সহ পূর্ব মেদিনীপুরের বেশ কিছু যায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র মেদিনীপুরে বয়ে যাবে ৪৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া। দমকা হাওয়ার গতি কোথাও কোথাও আরো বেশি হতে পারে। কালবৈশাখী প্যাটার্নের ঝড়বৃষ্টি হবার জন্য হাওয়ার গতি কমবেশি হতে পারে। দুপুরের পর আকাশে কালো মেঘ ঘনিয়ে এলেই সতর্ক হয়ে যান। নিরাপদ আশ্রয়ে চলে যান। আকাশে কালো মেঘ দেখলেই বৈদুত্যিক সরঞ্জাম আনপ্লাগড করুন।
No comments:
Post a Comment