৮ মার্চ ২০২৩
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে সাগর থেকে যে মেঘ ঢুকছে তা থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুরের মতো দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা অঞ্চলে ৮ মার্চ ২০২৩ সকাল থেকেই ঢুকেছে মেঘ। এই মেঘ খুবই দুর্বল এবং দ্রুত বিলীয়মান এই ধরনের মেঘ থেকে বৃষ্টির আশা না করাই ভালো। বরং এই ধরনের সাগর থেকে ঢোকা মেঘ এটাই বোঝাচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে অর্থাৎ ঘর্মাক্ত অসস্তিকর গরমের পটভূমি তৈরি হচ্ছে। ৭ মার্চ ২০২৩ বিকাল থেকে উচ্চস্তরের সিরাস মেঘে ঢেকে যায় মহেশতলার আকাশ। দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল, হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে সিরাস মেঘের আনাগোনা চোখে পড়ে যা বোঝায় বাতাসের নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত জলীয় বাষ্পের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে নেপালের ও তৎসংলগ্ন এলাকার উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা নেমে এসেছে যা উত্তর থেকে দক্ষিণে ঝাড়খণ্ড - ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা সৃষ্টি করেছে যাতে ভর করে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস ঝাড়খণ্ড ছত্তিশগড় বিহারের দিকে অগ্রসর হচ্ছে সেই কারণে ঝাড়খণ্ড ছত্তিশগড় ও বিহারের উপর একটি সুবৃহৎ মেঘমালা সৃষ্টি হয়েছে। যার কিছু কিছু জায়গায় বিছিন্ন ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে এবং ঝাড়খণ্ড ছত্তিশগড় অঞ্চলে ৮ মার্চ সকাল থেকে বিছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি দেখা যাচ্ছে। এই মেঘ পরবর্তী পর্যায়ে পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে তারজন্য উত্তরবঙ্গ, পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম ও তৎসংলগ্ন এলাকায় ৮ মার্চ ২০২৩ বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে কলকাতা হাওড়া ২৪ পরগণা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ৮ মার্চ ২০২৩ নেই। ৯-১০ মার্চ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাড়বে অসস্তিকর গরম। ১০-১১ মার্চ ২০২৩ এর আশেপাশে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে। হাওড়া হুগলি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ১০ থেকে ১১ মার্চ ২০২৩ এর আশেপাশে ভালো বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা ক্যানিং সহ বিভিন্ন স্থানে আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত গরম অনুভব হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৪°সে এর আশেপাশে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়।
No comments:
Post a Comment